WestBengalBangla

Jan 01 2024, 14:43

নতুন বছরের প্রথম দিন জমজমাট শুশুনিয়া

বাঁকুড়াঃ নতুন বছরের শুরুর দিনটিতেই জমজমাট বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। সোমবার সকাল থেকেই শীতের তীব্রতা উপেক্ষা করেই শুশুনিয়ামুখী পরিযায়ী পর্যটকের দল। এদিন সকাল থেকে রোদঝলমলে আকাশ। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়েছেন ভ্রমণপ্রিয় বাঙ্গালী।

বাঁকুড়া শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে 'শুশুনিয়া'। ৪৪২ মিটার অর্থাৎ ১৪৫০ ফুট উচ্চতার এক পাহাড় শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ নিয়েই বসে নেই, সঙ্গে অবিরামভাবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাও। যে ঝর্ণার উৎস স্থলের সন্ধান আজও মেলেনি। আর এসবের টানেই ১ জানুয়ারির সকাল থেকেই শুশুনিয়া পাহাড় জুড়ে যেন মেলা বসেছে। এখানে পৌঁছেই বেশীরভাগ পর্যটক উঠে পড়ছেন পাহাড় চূড়ায়, তার মাঝেই কেউ খানিক বিশ্রাম করে নিচ্ছেন মরুৎবাহা ইকো পার্কে। সব মিলিয়ে দূরদূরান্ত থেকে পরিযায়ী পর্যটকের ভীড়ে সরগরম শুশুনিয়ার আকাশ বাতাস।

মন ভালো করা শীত, মেঘমুক্ত আকাশ সব মিলিয়ে বছর শেষে খুশী পর্যটকরাও।

WestBengalBangla

Jan 01 2024, 14:41

দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড

কলকাতা : আজ কল্পতরু উৎসব। এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেজেছেন নয়া সাজে। বছরের প্রথম দিনে মা ভবতারিণী কাছে তার ভক্তরা নিজেদের পরিবারের সদস্যদের শান্তি ও ভালো থাকার কামনা করলেন।

কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত-শিষ্যরা পালন করেন। এর সূচনা হয়েছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি। কাশীপুর উদ্যানবাটীতে মূলত এই উৎসব পালিত হয়। তবে, রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন। দিনটি পালন করা হয়, কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। এবং তার ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলেছিলে চৈতন্য হোক।

WestBengalBangla

Jan 01 2024, 12:22

ব্যাহত হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন পরিষেবা

নতুন বছরের প্রথম দিনেই থমকে গেল পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন পরিষেবা। নেপথ্যে লাইনে ফাটল ধরার ঘটনা। এদিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শেওড়াফুলি স্টেশনের কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকায় ছ’নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেলের কর্মীরা। তারপরেই নিরাপত্তার খাতিরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে।

তবে রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। শুরু হয় লাইন মেরামতির কাজ। ফাটল ধরা লাইনের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই শাখায় কিছুটা হলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

WestBengalBangla

Jan 01 2024, 12:07

সারা রাজ্যের সাথে মেদিনীপুরের কেশপুর ব্লকেও পালিত হল তৃণমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

এসবি নিউজ ব্যুরো: সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক জুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকেই প্রতিবছরই ১লা জানুয়ারি দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের সমস্ত ব্লকে এবং মেদিনীপুর জেলা সদর কার্যালয়ের পাশাপাশি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন শেষে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা জানান, "দলনেত্রীর দেখানো পথেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাবে। পাশাপাশি, কেশপুর ব্লকের সকল সাধারণ মানুষ ও কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।"

WestBengalBangla

Jan 01 2024, 11:50

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা দিলেন অভিষেক

আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তিনি আজ টুইটে লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আমরা। অবিশ্বাস্য যাত্রা, আমাদের নিবেদিত সদস্যদের অকুণ্ঠ সমর্থন এবং জনগণের সেবা করার সুযোগের জন্য কৃতজ্ঞ। ঐক্যবদ্ধ হয়ে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করে যাবো।‘

WestBengalBangla

Jan 01 2024, 11:48

বছরের প্রথম দিনেই থেকে উপচ্ছে পড়া ভিড় তারাপীঠে

এসবি নিউজ ব্যুরো: ২০২৪এর প্রথম দিনেই উপচ্ছে পড়া ভিড় বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে। সকাল থেকেই শুরু হয়েছে লম্বা লাইনের দাঁড়িয়ে পূজো দেওয়া পালা। সকলের ইচ্ছা বছরের প্রথম দিন মাকে দর্শন করে তাদের নিজের মনস্কামনা পূরনের আশায় দূরদূরান্ত থেকে এসেছেন মায়ের কাছে। তাদের প্রার্থনা সারা বছর যেন তাদের ভালোভাবে কাটে।

WestBengalBangla

Jan 01 2024, 11:46

'কল্পতরু উৎসব' উপলক্ষ্যে ভক্তদের ভিড় কামারপুকুরে

এসবি নিউজ ব্যুরো: ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' অবতারে অবতীর্ণ হয়েছিলেন।তারপর থেকেই এই বিশেষ দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' উদযাপিত হয়। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। এবছরে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে কামারপুকুরে ।

'কল্পতরু উৎসবে' যোগ দেন বহু মানুষ। চলছে হোম-যজ্ঞ ও পুজোপাঠ।সকাল থেকেই মানুষ ভিড় করেছে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম ভিটে কামার পুকুরে। আজকের এই দিনটিতে শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। এই সময় এমন একটা ভাব ধারণ করেছিলেন, যে যা প্রার্থনা করেছিলেন ধর্ম থেকে শুরু করে অর্থ, কাম ও মোক্ষ সবই তিনি দান করেছিলেন। তার জন্মভিটে কামারপুকুর মাঠে এই দিনটিকে মহাসমারোহে পালন করা হচ্ছে।

WestBengalBangla

Jan 01 2024, 11:44

দিল্লি গেলেন কামদুনি টিমের পাঁচজন

কলকাতা: আগামী ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কামদুনি মামলার।তাই আজ দিল্লি রওনা দিলেন কামদুনি টিমের ৫ জন।হাওড়া স্টেশন থেকে দিল্লীর উদ্দ্যেশ্যে রওনা দেন।হাওড়া স্টেশনে তারা জানান কামদুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছেন।

প্রশাসন বিচারে সহযোগিতা না করায় অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেছে।তাই তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুবিচারের আশায়।তারা আশাবাদী সেখানে সুবিচার পাবেন।যতদিন না সুবিচার পাবেন ততদিন তাদের লড়াই চলবে।আজ মৌসুমী কয়াল গেলেও বিশেষ কাজের জন্য টুম্পা কয়াল যেতে পারেননি।

WestBengalBangla

Jan 01 2024, 11:43

নতুন বছরের প্রথম দিনেই ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে হাতি

এসবি নিউজ ব্যুরো: ২০২৪ এর প্রথম দিনেই জলপাইগুড়ির ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে বেড়িয়েছে হাতি। এদিন সাতসকালে হাতিটিকে শহরে ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতি করেছে কিনা তা জানা যায়নি।

পরবর্তীতে হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য ,বেশ কিছুদিন ধরেই ডুয়ার্সের লোকালয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এর আগেও এই মাল শহরেই হাতি ও বাইসন দেখা গিয়েছিল।

WestBengalBangla

Jan 01 2024, 11:40

*তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আগুনে পুড়িয়ে দেওয়া হলো হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস, কটাক্ষ বিজেপির*

হলদিয়া: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শিল্প শহর হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। বিজেপির অভিযোগ, পার্টি অফিস না মদের ঠেক তা বোঝা মুসকিল।

হলদিয়া পৌরসভা এলাকার ২৩ নম্বর রঘুনাথচক বুথের তৃণমূল কার্যালয়ে আগুন। এই ঘটনা ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে- জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক রা। এই ঘটনা বিজেপি তো দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজগর আলি বলেন " গদ্দার অধিকারী'র নির্দেশে, হাইকোর্টে রক্ষাকবচ পাওয়ায় শ্যামল আদক আবার হলদিয়া যাতাযাত শুরু করেছে। আরমান ভোলা ও শুভেন্দুর কিছু অনুগামীরা তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজকর্ম করেছে।

মাস্টারমাইণ্ড ধরে দিয়েছে কান ধরে উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসন যদি ১২ ঘণ্টার মধ্যে এর যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেয়, বৃহত্তর আন্দোলনে নামবো। ১২ ঘন্টা পর তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে। প্রতিষ্ঠা দিবসে নোংরামির শিক্ষা তৃণমূল কংগ্রেস দেবো।